আর্কাইভ থেকে এশিয়া

সংসদ সদস্যের বাড়ি থেকে ২৯০ কোটি টাকা উদ্ধার

সংসদ সদস্যের বাড়ি থেকে ২৯০ কোটি টাকা উদ্ধার
ব্যাংকেও থাকে না এতো টাকা। কংগ্রেস সংসদ সদস্যের বাড়ি থেকে উদ্ধার হলো টাকা ২৯০ কোটি টারও বেশি। আরও টাকার সন্ধান মিলতে পারে বলে জানাল আয়কর দপ্তর। এখনও পর্যন্ত আয়কর অভিযানে ভারতের সবচেয়ে বড় নগদ অর্থের হদিশ বলে মনে করা হচ্ছে। ভারতের ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়ির আলমারিতে পাওয়া যায় এ টাকা। শুক্রবার দিন শেষে মিলেছিল ১৫০ কোটি টাকার হদিশ। এবার বাজেয়াপ্ত টাকার পরিমাণ পার করলো ২৯০ কোটি। এখনও গণনা চলছে বলে খবর। বৌধ ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডে নামে সংস্থার মালিক ধীরাজ সাহু। সংস্থাটি মদ ব্যবসার সঙ্গে যুক্ত। এরপর তারা হানা দেয় সংস্থার মালিক ধীরাজের বাড়িতে। আর আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছে ওঠার মতো অবস্থা আয়কর দফতরের। কংগ্রেস সাংসদের আরও অর্থের সন্ধান আয়কর বিভাগে এক কর্তা জানিয়েছেন, কংগ্রেস সাংসদের আরও তিনটি স্থানে ৭টি অফিস এবং ৯টি লকার এখনও চেক করা হয়নি। আলমারি এবং অন্যান্য আসবাবপত্রের মধ্যে নগদ টাকা লুকিয়ে রাখা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। সেগুলিতে তল্লাশি চালালে আরও নগদ অর্থ উদ্ধার হতে পারে বলে জানিয়েছেন। এদিকে, শনিবার রাঁচীতে তার বাড়িসহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দপ্তর। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়াও মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকে টাকাভর্তি প্রায় ১৯টি ব্যাগ উদ্ধার হয়েছে। জানিয়েছে দেশটির আয়কর দপ্তর। ওড়িশার বোলাঙ্গির জেলার বিভিন্ন জায়গায় শনিবার তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের একশ’ জন কর্মকর্তা। বান্টি সাহুর বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। শনিবার যে টাকা উদ্ধার হয়েছে সেগুলি বোলাঙ্গির জেলার ব্যাংকগুলিতে পাঠানো হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন সংসদ | সদস্যের | বাড়ি | ২৯০ | কোটি | টাকা | উদ্ধার