আর্কাইভ থেকে আওয়ামী লীগ

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকার বিষয়ে যা বললেন কাদের

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকার বিষয়ে যা বললেন কাদের
আমাদের শরিকদের কারো কোনো আপত্তি থাকতে পারে। কিন্তু আমরা পরিস্কার বলে দিয়েছি যে, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা থাকবে। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তারা করতে পারবে। সে সুযোগ তাদের দেয়া হয়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান অত্যন্ত স্পষ্ট। স্বতন্ত্র প্রার্থী আছে নির্বাচনে। তাদের বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধী মেনে চলতে হবে। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা যাকে বলে, সেটা গণতন্ত্রের বিষয়। প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তা তারা করতে পারবে। সে সুযোগ তাদের দেয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। সহিংসতা করে, ষড়যন্ত্র করে সাত জানুয়ারি নির্বাচনকে বানচাল করা যাবে না। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে, এটা ভুল ধারণা। হামলা সহিংসতায় কঠোর পদক্ষেপ নেয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পক্ষে নয় আওয়ামী লীগ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকলে, এতে আওয়ামী লীগের আপত্তি নেই।    

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনে | স্বতন্ত্র | প্রার্থী | থাকার | বিষয়ে | কাদের