বলিউড

বেঁচে আছেন তিনি, মৃত্যুগুজব নিয়ে ফের বিতর্কে পুনম পাণ্ডে

বেঁচে আছেন তিনি, মৃত্যুগুজব নিয়ে ফের বিতর্কে পুনম পাণ্ডে
বিতর্ক আর পুনম পাণ্ডে যেনো ছিল এক সুতোয় বাঁধা। বরাবরই নিজের কেরিয়ারের ব্যাপারে বেশ সাহসী ছিল পুনম। রাখঢাক না রেখেই অপকটে স্বীকার করেছেন তার সাহসী পথচলার বর্ণনা। নিজের কেরিয়ার গঠনে যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন তা অবলিলায় নিজের মুখে স্বীকারও করেছেন। এবার নিজের মৃত্যুগুজব রটিয়ে নেট দুনিয়ায় বিতর্ক আর সমালোচনার ঝড় সৃষ্টি করলেন বলিউডের এই বোম্বশেল। শুক্রবার থেকেই পুনম পান্ডের মৃত্যু দিয়ে চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল। এদিন বেলা ১১টা নাগাদ পুনম পান্ডের মৃত্যুর খবর শোনার পর গোটা বিনোদন জগত অবাক হয়ে যায়। জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পান্ডের, এরকমই খবর পোস্ট করা হয়েছিল তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে। তবে এরপর যত সময় এগোতে থাকে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে জবাব দিলেন পুনম নিজেই! নিজেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে স্বীকার করেছেন।বলেছেন তিনি বেঁচে আছেন এবং সার্ভিক্যাল ক্যানসারে মারা যাননি।  মৃত্যুর সংবাদটি তিনি বেশ উপভোগ করছেন। পাশাপাশি এই মৃত্যুর নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে এই তারকা জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন। মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর জন্য ক্ষমাও চাইলেন। পুনম বলেন, সার্ভিক্যাল ক্যানসার এমন একটি রোগ, যা নীরবেই অনেক নারীর প্রাণ নিয়ে যায়। তিনি গর্বিত, তার মৃত্যুর খবরের কারণে এই বিষয়টি সামনে এসেছে। আলোচনা শুরু হয়েছে। নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় পুনম বলেন, ‘আমি এখানে আছি, জীবিত আছি। সার্ভিকাল ক্যান্সারে আমার মৃত্যু হয়নি।  দুঃখজনকভাবে আমি এটি বলতে পারছি না। তবে সার্ভিকাল ক্যান্সারের কারণে  হাজার হাজার নারীর মৃত্যু হচ্ছে। এটি হচ্ছে কারণ এই রোগটি কীভাবে মোকাবেলা করতে হয় সে সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে।  অন্যান্য  ক্যান্সারের চেয়ে সার্ভিকাল ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য। এইচপিভি ভ্যাকসিন এবং প্রাথমিক সনাক্তকরণ পরীক্ষাগুলো করতে হবে। আমরা এগুলো করওেত পারি। আরও কিছু করতে পারি। এই রোগে কেউ যাতে মারা না যায় তা নিশ্চিত করার উপায় আমাদের আছে। আমাদের সবাইকে  সমালোচনামূলক সচেতনতার সাথে একে অপরকে বোঝাতে হবে এবং প্রতিটি মহিলার নেওয়া পদক্ষেপগুলি সম্পর্কে অবহিত হতে হবে। করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে  দয়াকরে ডব্লিউ, ডব্লিউ ডব্লিউ ডট পুনমপাণ্ডে ইজ অ্যালাইভ ওয়েবসাইটে লগ ইন করুন।’ অভিনয় কেরিয়ারে সেভাবে সফল অভিনেত্রী হিসাবে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি পুনম পাণ্ডে। হিন্দি, ভোজপুরী, তেলুগু, কন্নড় ভাষার ছবিতে কাজ করেছেন। কিন্তু, ভাগ্যে শিকে ছেঁড়েনি। অভিনয়ে সফল হতে না পারলেও, রুর্পালি পর্দার 'কন্ট্রোভার্সি ক্যুইন' হয়ে ওঠেন  পুনম পাণ্ডে। পর্দায় না পারলেও সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন ‘হট ডিভা’ পুনম পাণ্ডে। নগ্ন সেলিব্রেশন থেকে লাইভে এসে উত্তেজক অঙ্গভঙ্গির জেরে বারবার চর্চায় উঠে এসেছেন এই অভিনেত্রী। সবশেষে সার্জিক্যাল ক্যান্সারে  নিজের মৃত্যু হয়েছে রটিয়ে আবারও নেট দুনিয়ায়  বিতর্ক ও সমালোচনার ঝড় বইয়ে দিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন বেঁচে | আছেন | তিনি | মৃত্যুগুজব | নিয়ে | ফের | বিতর্কে | পুনম | পাণ্ডে