দেশজুড়ে

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকিয়ে দিলো বিজিবি

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকিয়ে দিলো বিজিবি
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক রোহিঙ্গা পরিবারের পাঁচ সদস্যকে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশে ঢুকতে বাধা পাওয়া মিয়ানমারের নাগরিকরা হলেন- মংডু জেলার ভৌগনী গ্রামের হোসেন আলীর ছেলে মো. রহমত উল্লাহ (৩০), তার স্ত্রী  সাজেদা (২৫), ছেলে হায়াতুন নূর (৫), জোনাইদ (৩) ও মেয়ে আমাতনুর (দেড় বছর)। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্টে মিয়ানমারের এসব নাগরিক অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে তাদের পুশব্যাক করে বিজিবি। বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্ট দিয়ে একটি রোহিঙ্গা পরিবার অনুপ্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের পুশব্যাক করে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয়রা জানান, মিয়ানমারে কয়েক দিন ধরে চলা সংঘর্ষে কিছু রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অবস্থান করছিল। আজ দুপুরের দিকে রোহিঙ্গা পরিবারটি অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটকে দেয়। বাংলাদেশি জেলেদের কাছ থেকে তারা শুনেছেন শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে জান্তা সরকারের চালানো নিপীড়নে ৮ লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এদের একজনকেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিঙ্গা | অনুপ্রবেশ | ঠেকিয়ে | দিলো | বিজিবি