দেশজুড়ে

নৌকায় চেপে বাংলাদেশে গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গা

নৌকায় চেপে বাংলাদেশে গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা নারীসহ পাঁচজন নৌকায় চেপে বাংলাদেশে ঢুকেছে। টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে আশ্রয় নিয়েছে তাঁরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নঊকায় চেপে জেটিতে আশ্রয় নেয় তাঁরা। টেকনাফ শাহপরীর দ্বীপ ৯ নম্বার ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। ইউপি সদস্য বলেন,  বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা এসে টেকনাফ জেটি ঘাটে পৌঁছে। খবর পেয়ে বিজিবি (সেখানে) ঘটনাস্থলে যায়। তিনি শুনেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনী যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছে। দোকানদার মো. সেলিম জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছায়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীসহ ৫ জন রোহিঙ্গা আছে। এর মধ্যে রোহিঙ্গা নারীর শরীরে স্যালাইন টাঙানো অবস্থা দেখা যায়। স্থানীয় যুবক রুবেল জানান, তাঁরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় একটি নৌকা জেটিতে পৌঁছে। নৌকায় একজনকে শুইয়ে থাকতে দেখা যায়।  তিনি শুনেছেন গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে। প্রসঙ্গত, এ দফায় মিয়ানমার থেকে সংঘর্ষের জেরে একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দিবে না বলে জানিয়েছে সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকায় | চেপে | বাংলাদেশে | গুলিবিদ্ধ | নারীসহ | ৫ | রোহিঙ্গা