বিনোদন

সদস্যপদ বাতিল নিয়ে যা বললেন জায়েদ খান

সদস্যপদ বাতিল নিয়ে যা বললেন জায়েদ খান
ঢাকার  আশুলিয়ায় প্রিয়াংকা শুটিং হাউসে ২ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দাওয়াত পাননি চিত্র নায়ক ও এ সংগঠনের তিনবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। নিজেই দাওয়াত না পাওয়ার বিষয় স্বিকার করেছেন। রোববার (৩ মার্চ) জায়েদ খান সদস্যপদ বাতিল হওয়ার ব্যাপারে গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানান। জায়েদ খান বলেন, তিনি একজনের  ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। ওই ব্যক্তি নিজের মতো করে শিল্পী সমিতির সব সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়ার আগে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া উচিত ছিল। কিন্তু সেটি শিল্পী সমিতি করেননি। তিনি আরও বলেন, এমনকি তাকে কিছুই জানানো হয়নি। একের পর এক শিল্পী সমিতি অন্যায় পদক্ষেপ নিচ্ছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অভিভাবকদের সঙ্গে কথা বলে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান। জায়েদ খানের সদস্যপদ বাতিলের কারণ হিসেবে চিত্রনায়িকা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বলেন, জায়েদ খান কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে বারবার ব্যক্তিগত আক্রোশ থেকে সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী ফেসবুক, ইউটিউব ও সাংবাদিক সম্মেলনে প্রকাশ করছেন। এ কারণে গেলো বছর এপ্রিলের ২ তারিখের সভায় সবার সম্মতিক্রমে তার সদস্যপদ বাতিল করা হয়েছে। আই/এ  

এ সম্পর্কিত আরও পড়ুন সদস্যপদ | বাতিল | নিয়ে | জায়েদ | খান