অপরাধ

ফেসবুক আইডি হ্যাক করা দুর্ধর্ষ হ্যাকার গ্রেপ্তার

ফেসবুক আইডি হ্যাক করা দুর্ধর্ষ হ্যাকার গ্রেপ্তার
লেখাপড়ার দৌড় মাত্র দশম শ্রেণি পর্যন্ত। কিন্তু আইটিতে বেশ দক্ষ রবিন ইসলাম ওরফে রবিউল ইসলাম (১৯)। বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তার ফেসবুকে লিংক পাঠিয়ে দিতেন। এরপর কৌশলে আইডির নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকড করতেন। এভাবে হাজারখানেক ফেসবুক আইডি হ্যাকড করার আর শেষ রক্ষা হয়নি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগের জালে ধরা পড়তে হয় তাকে। সম্প্রতি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায় হতে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ। তিনি জানান, গেলো বছরের ১৭ ফেব্রুয়ারি মাহমুদুল হাসান নামে এক ব্যক্তি রাজধানীর বনানী থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে মাহমুদুল হাসান জানান, তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারছেন না। পরে বুঝতে পারেন তার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। কিছুদিন পর তাকে মেইল পাঠিয়ে জানানো হয় আইডিটি ফেরত পেতে তাদের টাকা দিতে হবে। এরপর ভুক্তভোগী ওই হ্যাকারের সঙ্গে একাধিকবার হোয়াটসঅ্যাপে কথা বলেন। শেষের বিষয়টি উল্লেখ করে থানায় একটি মামলা করেন। সেই মামলায় রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, রবিউল নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে তার ব্যবহৃত ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে ফিশিং লিংক পাঠিয়ে তার আইডির নিয়ন্ত্রণ নেয় এবং নির্দিষ্ট অ্যাপ ব্যাবহার করে দুর্বল সিকিউরিটি সম্পন্ন আইডিগুলোকে হ্যাক করে আইডির ব্যবহারকারীকে ব্লেকমেইল করে অর্থ আদায় করতেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ফেসবুক | আইডি | হ্যাক | করা | দুর্ধর্ষ | হ্যাকার | গ্রেপ্তার