আন্তর্জাতিক

বদলা নিতে সমুচার ভেতর ঢুকিয়ে দিলো কনডম, সুপারি, পাথর

বদলা নিতে সমুচার ভেতর ঢুকিয়ে দিলো কনডম, সুপারি, পাথর
চুক্তি বাতিলের প্রতিশোধ নিতে একটি অটোমোবাইল প্রতিষ্ঠানের ক্যান্টিনে সরবরাহ করা সমুচার ভিতর কনডম, সুপারি (গুটখা) এবং পাথর দিয়েছে একটি খাবার সরবারহকারী প্রতিষ্ঠান। এ ঘটনায় এসআরএ এন্টারপ্রাইজ নামের খাবার সরবারহকারী প্রতিষ্ঠানটির পাঁচ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন রহিম শেখ, আজহার শেখ, মাজহার শেখ, ফিরোজ শেখ এবং ভিকি শেখ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে। খবর হিন্দুস্তান টাইমস। পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ে অবস্থিত ওই অটোমোবাইল প্রতিষ্ঠানটিতে খাবার সরবারহ করত এসআরএ এন্টারপ্রাইজ। খাবারে ভেজাল সংক্রান্ত সমস্যার জন্য তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছিল। পরে দায়িত্ব দেয়া হয় ক্যাটালিস্ট সার্ভিস সলিউসনশ প্রাইভেট লিমিটেডকে। আর ক্যাটালিস্ট সার্ভিস সাব-কন্ট্রাক্টে মনোহর এন্টারপ্রাইজ নামে একটি সংস্থাকে দায়িত্ব দেয়  অটোমোবাইল প্রতিষ্ঠানটিতে সমুচা সরবারহ করার জন্য। আর অটো মোবাইল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসআরএ এন্টারপ্রাইজ মনোহর এন্টারপ্রাইজে তাদের তিনজন কর্মী নিয়োগ করে। আর তারাই মনোহর এন্টারপ্রাইজের সরবারহ করা সমুচার ভিতরে কনডম, সুপারি (গুটখা) এবং পাথর ঢুকিয়ে দেয়। মনোহর এন্টারপ্রাইজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেয়েছিল বলে অভিযোগ করা হয়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৮ ধারা এবং ১২০বি ধারায় মামলা দায়ের করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন বদলা | নিতে | সমুচার | ভেতর | ঢুকিয়ে | দিলো | কনডম | সুপারি | পাথর