আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলো সৌদি

ইরান-ইসরায়েল প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করলো সৌদি
ইরানের প্রায় তিনশতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে মুখ খুলেছে সৌদি আরব। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সৌদির একাধিক সূত্র জানায়, তারা ইসরায়েলের হয়ে ইরানের হামলা ঠেকানোর কাজে অংশ নেয়নি। মঙ্গলবার (১৬ এপ্রিল) রিয়াদভিত্তিক সংবাদ সংস্থা আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, একটি ইসরায়েলি সংবাদমাধ্যম সৌদি সরকারের ওয়েবসাইটের বরাত দিয়ে ওই খবর প্রকাশ করে। এতে বলা হয়, ইরানের আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে প্রতিরক্ষা জোটে অংশ নিয়েছে সৌদি। কিন্তু দেশটির রাষ্ট্রীয় সূত্রগুলো এই তথ্য অস্বীকার করেছে। একাধিক সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা ঠেকাতে সৌদির অংশগ্রহণ সম্পর্কে যে ওয়েবসাইটের বরাত দিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে, আসলে এমন কোনো সরকারি ওয়েবসাইটই নেই। যদিও ইসরায়েলে ইরানের হামলার পর সব পক্ষকে ‘সর্বোচ্চ পর্যায়ের’ সংযম প্রদর্শন এবং ওই অঞ্চল ও এর জনগণকে যুদ্ধের বিপদ থেকে রেহাই দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি। গেলো ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর দামেস্কে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের সহায়তায় বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইরানইসরায়েল | প্রসঙ্গে | অবস্থান | স্পষ্ট | করলো | সৌদি