ফুটবল

হাসপাতালে সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড

হাসপাতালে সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড
হঠাৎ বুকে ব্যাথার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজকে।  সান ইসিদ্রোর একটি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন তিনি। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ইন্দিপেন্দিয়েন্তার কোচের দায়িত্ব পালন করছেন  ৪০ বছর বয়সী তেভেজ। ক্লাবের পক্ষ থেকে তেভেজের শারীরিক অবস্থা জানিয়ে  সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, ‘বুকে ব্যথা নিয়ে আমাদের কোচ কার্লোস তেভেজ লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছে, তার ফল সন্তোষজনক। আজ তাঁর সাধারণ চেকআপের অংশ হিসেবে আরও পরীক্ষা করা হবে। টেস্টগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত তেভেজ হাসপাতালে ভর্তি থাকবেন।’ ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ৭৬টি ম্যাচ খেলেছেন তেভেজ।  আলবিসেলস্তাদের হয়ে গোল করেছেন ১৩টি।  সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ৫১৭টি, গোল করেছেন ২২৭টি।  

এ সম্পর্কিত আরও পড়ুন হাসপাতালে | সাবেক | আর্জেন্টাইন | ফরোয়ার্ড