আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভ থেকে ২ হাজারের বেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভ থেকে ২ হাজারের বেশি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলমান ইসরাইলবিরোধী বিক্ষোভ থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পাশাপাশি এ বিক্ষোভ দমাতে পুলিশ ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে। খবর- এপি  তবে কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সংবাদ সংস্থাটি। যদিও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আর মার্কিন পুলিশ এ আন্দোলন দমনে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম, সাঁজোয়া যান ও স্টান গ্রেনেডের মতো অস্ত্র ব্যবহার করেছে। এমনকি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | ইসরাইলবিরোধী | বিক্ষোভ | ২ | হাজারের | বেশি | গ্রেপ্তার