আন্তর্জাতিক

গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ মার্কিন সিনেটরের  

গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ মার্কিন সিনেটরের  
হামাসের সাথে অস্তিত্ব রক্ষার যুদ্ধে জয়লাভের জন্য ইসরাইলকে সব ধরনের পন্থা অবলম্বন করার পরামর্শ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। এমনকি পারমাণবিক বোমা ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে সাউদ ক্যারোলিনার এই সিনেটর। সিনেটর লিন্ডসে গ্রাহাম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার ঘটনার পর জাতি হিসেবে আমরা যখন ধবংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোম ফেলার মাধমে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং সেটিই সঠিক সিদ্ধান্ত ছিলো। গাজায় অব্যাহত হামলার কারণে ইসরাইলি সেনাবাহিনী রয়েছে চাপে। ইসরাইলের এ হামলায় প্রায় ৩৫হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছে। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | পারমাণবিক | বোমা | ফেলার | পরামর্শ | মার্কিন | সিনেটরের |