ফুটবল

ব্যালন ডি'অর র‍্যাংকিংয়ে শীর্ষে ভিনিসিয়াস

ব্যালন ডি'অর র‍্যাংকিংয়ে শীর্ষে ভিনিসিয়াস
রিয়াল মাদ্রিদের তারকারা এখন ব্যালন ডি'অররের দৌড় দিচ্ছেন। যেখানে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম রয়েছেন তালিকায়। এছাড়াও কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডদের নামও ভাসছে সমানতালে। র‍্যাংকিংয়ের হিসেবে এখনো শীর্ষে আছেন ভিনিসিয়াস। তিনি প্রথমবারের মতো এই জায়গা দখল করেছেন। বেলিংহাম একটা লম্বা সময় ধরে তালিকার উপরের স্থানে ছিলেন। সেখান থেকে এখন দুই'য়ে নেমেছেন। আর সেখানে দখল নিয়েছেন মাদ্রিদের আরেক তারকা ভিনিসিয়াস। ক্লাবের হয়ে লিগ জিতেছেন, সামনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবেন। বেলিংহাম ছিলেন সবার প্রথমেই। চলতি মৌসুমে ভিনিসিয়াসের ঝুলিতে ঢুকেছে ২১ টি গোল, ১১ টি করেছেন অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের দুই লেগেই দারুণ ফুটবল খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রথম লেগে গোল পেয়েছিলেন। চোটের কারণে প্রথম দিকে কিছু ম্যাচ মিস করেছেন বটে তিনি। বেলিংহামের পরিসংখ্যানে, ২৪ টি গোল, ১৩ টি অ্যাসিস্ট রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে নেই পিএসজি। তবে এমবাপ্পের সম্ভাবনাও কম নয়। মৌসুমে এখন পর্যন্ত করেছেন ৫০ টি গোল। যা অন্য যে কারও চেয়ে বেশি। সামনে আছে ইউরো কাপ। ফ্রান্সের হয়ে যদি জিতে যান এই শিরোপা, তবে এমবাপ্পে জিতে যেতে পারেন ব্যালন ডি'অর। এছাড়াও ব্যালন ডি'অর জেতার দৌড়ে আছেন ইংল্যান্ডের ফিল ফোডেন, জার্মানির ফ্লোরিয়ান রার্টজ, ইংল্যান্ডের হ্যারি কেইন। তারা যথাক্রমে র‍্যাংকিংয়ের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যালন | ডিঅর | র‍্যাংকিংয়ে | শীর্ষে | ভিনিসিয়াস