দেশজুড়ে

ধামরাইয়ে নির্বাচন অফিসারকে প্রত্যাহারের দাবি এক চেয়ারম্যান প্রার্থীর

ধামরাইয়ে নির্বাচন অফিসারকে প্রত্যাহারের দাবি এক চেয়ারম্যান প্রার্থীর
ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিসারের নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরে তার প্রত্যাহারের দাবি জানালেন চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া) প্রতীকের মোহাদ্দেছ হোসেন। বৃহস্পতিবার (১৬ মে) তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার বিরোধী মহল ও স্বার্থান্বেশী কুচক্রী মহল আমার ব্যাপক জনসমর্থন প্রত্যক্ষ করে আমার নির্বাচনে জয়ের ব্যাপক সম্ভবনা লক্ষ্য করে আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও ক্ষতি সাধনের ব্যাপক চেষ্টা করছেন। ধামরাই উপজেলার দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে সুষ্ঠ ও অবাধ নির্বাচনকে প্রভাবিত করার জন্য পরিকল্পনা করছেন। ধামরাই উপজেলার দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন সে মতে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চিহ্নিত সমর্থক ও পছন্দ মতো ব্যক্তিদেরকে ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করছেন। ধামরাই উপজেলার নির্বাচন অফিসারের এ সকল আইন বিরোধী কর্মকান্ড বন্ধ না করে তাহলে অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ ধামরাই উপজেলা পরিষদ নির্বাচন বাধাগ্রস্থ হবে এবং সাধারণ মানুষদের স্বাভাবিক ভোটারাধিকার ও নির্বাচন বিমুখতার সৃষ্টি করবে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন ধামরাইয়ে | নির্বাচন | অফিসারকে | প্রত্যাহারের | দাবি | এক | চেয়ারম্যান | প্রার্থীর