ক্রিকেট

কোহলিদের দায়িত্ব গম্ভীরকে দিতে চায় বিসিসিআই

কোহলিদের দায়িত্ব গম্ভীরকে দিতে চায় বিসিসিআই
সাবেক ভারতীয় ব্যাটার গৌতম গম্ভীরকে কোচ হিসেবে চাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বর্তমানে দায়িত্ব পালন করা রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে। ফলে নতুন কোচের খোঁজ করছে দলটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করছেন গম্ভীর। ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকইনফো' জানায়, বিসিসিআই সম্প্রতি এই সাবেক ক্রিকেটারের সাথে কথা বলেছে। যেখানে ভারতের প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আইপিএল ২০২৪ শেষ হলে গম্ভীরের সাথে বিস্তারিত আলোচনায় যাবে ভারতীয় বোর্ড। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোচিং করানোর অভিজ্ঞতা হয়নি গম্ভীরের। সে আইপিএলের দু'টি ফ্রাঞ্চাইজির কোচিং স্টাফদের দায়িত্বে ছিল। ২০২২ ও ২০২৩ আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি। এরপর চলতি মৌসুমে কেকেআরে যুক্ত হন। আইপিএলের এবারের মৌসুমে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে কোলকাতা। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি শিরোপা-জয়ী দল এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ-জয়ী দলে ছিলেন গম্ভীর। তিনি ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআর এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এরমধ্যে ৫ বার প্লে-অফ নিশ্চিত করে দলটি, ২০১২ ও ২০১৪ সালে জিতে নেয় শিরোপা। বিসিসিআই'তে কোচের জন্য আবেদন করার শেষ সময় আগামী ২৭ মে পর্যন্ত।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন কোহলিদের | দায়িত্ব | গম্ভীরকে | চায় | বিসিসিআই