বাংলাদেশ

বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি

বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি
বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা সূচকে এবার দুই ধাপ উন্নতি করে  ১২৮তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে ২০২২ সালে অবস্থান ছিলো ১৩০তম। মঙ্গলবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত অনুষ্ঠানে আর্টিকেল নাইনটিনের  বৈশ্বিক মতপ্রকাশ রিপোর্টটি উপস্থাপন করেন সংস্থাটির রিজিওনাল ডিরেক্টর শেখ মনজুর-ই-আলম। মনজুর ই আলম বলেন, বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মতো সংকটজনক অবস্থায় আছে ভারত ও আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে রিপোর্টে বলা হয়, ২৫টি সূচকের মধ্যে সবগুলো ক্ষেত্রেই বাংলাদেশের স্কোর সম্পূর্ণ ঋণাত্মক। সবচেয়ে খারাপ অবস্থা সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্সরশিপে। ধর্ম পালন ও নারী পুরুষের আলোচনার স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ইতিবাচক। সংস্থাটি জানায়, এবার বাংলাদেশের মতপ্রকাশ স্কোর ১২। ২০১৮-২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের স্কোর আটকে আছে ১১ ও ১২-এর মধ্যে। ২০০০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪৪। প্রসঙ্গত, আর্টিকেল নাইনটিন  ২০১৭ সাল থেকে নিয়মিত প্রতিবেদনটি প্রকাশ করে আসছে । আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বৈশ্বিক | মতপ্রকাশের | স্বাধীনতা | সূচকে | বাংলাদেশের | উন্নতি