দেশজুড়ে

দুইদিনের ব্যবধানে কবরস্থান থেকে ১০ কঙ্কাল চুরি

দুইদিনের ব্যবধানে কবরস্থান থেকে ১০ কঙ্কাল চুরি
পাবনায় দুইদিনের ব্যবধানে কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এবার পাবনার সাঁথিয়া উপজেলার রাজাপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি হয়েছে। গেলো রোববার দিবাগত রাতের কোনো এক সময় এসব কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। এর আগে গত শুক্রবার সুজানগর উপজেলার একটি কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি হয়। এনিয়ে দুইদিনের ব্যবধানে মোট ১০টি কঙ্কাল চুরি হলো। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সোমবার (১০ জুন) দুপুরে চুরির ঘটনা জানতে পারেন এলাকাবাসী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশ দিয়ে তিলের জমিতে যাচ্ছিলেন এক কৃষক। এ সময় তিনি কবরস্থানে কবরের উপরে বাঁশের চাটাই সরানো ও মাটি খোঁড়া দেখতে পান। পরে তিনি কবরস্থানের ভেতরে গিয়ে দেখতে পান ৫টি কবর খোঁড়া, ভেতরে মরদেহের কোনো কিছু নেই। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা, কি, কারণে কঙ্কাল চুরি করেছে সে বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গণমাধ্যমে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ কবরস্থান পরিদর্শণ করেছে। কিছু কবর আংশিক খুঁড়ছে, কোনো কবর সম্পূর্ণ খুঁড়ছে। এটা অমানবিক কাজ। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরপরও এই চক্রকে ধরতে চেষ্টা করছে পুলিশ। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন দুইদিনের | ব্যবধানে | কবরস্থান | ১০ | কঙ্কাল | চুরি