বাংলাদেশ

ভোরে নামাজ পড়ার পর ফুটবল খেলা দেখি: প্রধানমন্ত্রী

ভোরে নামাজ পড়ার পর ফুটবল খেলা দেখি: প্রধানমন্ত্রী
খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরাগের কথা মাঝেমধ্যেই জানা যায়। খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের অনেকে নিজেদের বিশ্ব দরবারে তুলে ধরেন। শনিবার (১৩ জুলাই) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, 'মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ফুটবল খেলা হয়েছে। এছাড়া আমার দাদা ফুটবল খেলতেন, বাবাও খেলতেন, ছোট ভাইয়েরা খেলতো, এখন নাতিরাও দেখছি ফুটবলই খেলে। ভোরে নামাজ পড়ার পর সময় পেলে নিজেও ফুটবল খেলা দেখি।' বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর আয়োজনে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইসলামী ব্যাংক। দেশের ৩১ টি বেসরকারি ব্যাংক এবারের টুর্নামেন্টে অংশ নেয়।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ভোরে | নামাজ | পড়ার | ফুটবল | খেলা | দেখি | প্রধানমন্ত্রী