জাতীয়

কৃতজ্ঞতা জানিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার চিঠি

কোটা সংস্কার আন্দোলনের সময়ে ছাত্রদের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে মিছিল করায় ৫৭ বাংলাদেশিকে সাজ দিয়েছিলো দেশটির আদালত। সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করার জন্য দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক চিঠিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

চিঠিতে ড. মুহাম্মদ ইউনুস বলেন,৫৭ বাংলাদেশিকে ক্ষমা করার এ উদার সিদ্ধান্তের জন্য তিনি আরব আমিরাতের রাষ্ট্রপতির প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন। এর আগে দুজনের টেলিফোন কথোপকথনের পর এই ক্ষমাশীলতার কাজটি শুধু সহানুভূতিশীল নেতৃত্বের উদাহরণই দেয় না বরং  দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের স্থায়ী বন্ধনকে শক্তিশালী করার জন্য একটি বাহক হিসেবে কাজ করে।

চিঠিতে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি বাংলাদেশ পূর্ণ সম্মান প্রকাশ করছেএ দেশের নাগরিকদের বাংলাদেশ থেকে প্রস্থান করার আগে তাদের স্বাগতিক দেশগুলির স্থানীয় আইন ও সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত ও শিক্ষিত করার প্রতিশ্রুতির কথাও ব্যক্ত করেন তিনি

 

প্রধান উপদেষ্টা আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য একসাথে কাজ করার জন্য তিনি উন্মুখ। ড.ইউনূস সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য দেশটির রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুখ, দীর্ঘ জীবন এবং অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধান উপদেষ্টা