ক্রিকেট

আপাতত ইংল্যান্ডের কোচ হতে আগ্রহী নন মরগান

আপাতত ইংল্যান্ডের কোচ হতে আগ্রহী নন মরগান
ইংল্যান্ডের কোচ হওয়ার সুযোগ যদি আসেও, এই মুহূর্তে তা নিতে প্রস্তুত নন এউইন মরগান। এমনটি নিশ্চিত করেছেন সাবেক বিশ্বকাপজয়ী এই ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের বর্তমান কোচ ম্যাথু মটের ভবিষ্যৎ নিয়ে উঠছে নানা প্রশ্ন। সেখান থেকে ডালপালা ছড়িয়েছে মরগানের কোচ হওয়া নিয়ে। মট ইংল্যান্ডের দায়িত্ব নেন ২০২২ সালে। এরপর ৬ মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড দল। এই কোচ সমালোচনায় পড়েছেন সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবি হওয়ার পর। সেবার ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩ ম্যাচে জয় পায় ইংলিশরা। কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছে ইংল্যান্ড। তবে সেখানে ভারতের বিপক্ষে পরাজিত হতে হয়েছে তাদের। যদিও সেমিফাইনালে ওঠার এই যাত্রাও সহজ ছিল না দলটির জন্য। এবার মটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। ব্রিটিশ গণমাধ্যম 'দ্য টাইমস' এর একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। যেখানে তারা লিখেছে মট তার দায়িত্বে থাকছেন না। এই দায়িত্বে সম্ভাব্য নাম হিসেবে মরগানের কথা লিখেছে তারা। এই খবরে অবশ্য কিছুটা আশ্চর্য হয়েছেন মরগান। তিনি বলছেন সময়টা এখনো ঠিক মনে হচ্ছে না তার কাছে। পরিবারকে সময় দিচ্ছেন তিনি, পাশাপাশি ব্রডকাস্টিংয়ের যে দায়িত্ব পালন করছেন- তাতে ইংল্যান্ডের কোচ হওয়ার মতো ব্যস্ত দায়িত্ব নিতে চাচ্ছেন না। মরগান বলেন, 'গত কয়েকমাসে আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে এই দায়িত্ব নেওয়া প্রসঙ্গে। আমার উত্তর সবসময় এমন যে, সময়টা আমার জন্য ঠিক নয়। হ্যাঁ আমি সামনে কোচ হতে চাই। কিন্তু আমার পরিবার নতুন এবং আমি বাসায় অনেক সময় কাটাই।' ইংল্যান্ডের বর্তমান কোচ মটকে নিয়ে বিভিন্ন অনুমান করা হচ্ছে। যা ভালোভাবে নিচ্ছেন না মরগান। তিনি মনে করেন, এই বিষয়গুলো সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত।   এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন আপাতত | ইংল্যান্ডের | কোচ | হতে | আগ্রহী | নন | মরগান