বিনোদন

মাইলসের শাফিন আহমেদ আর নেই

মাইলসের শাফিন আহমেদ আর নেই
মাইলস ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ  আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) সকাল ৬ টায় এ শিল্পীর লাইফ সাপোর্ট খুলে নেয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন শাফিন আহমেদের বড় ভাই হামিন আহমেদ। তিনি জানান, শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। গেলো ২০ জুলাই  ভার্জিনিয়াতে একটি শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন।পরে শো’টা ক্যানসেল করেন। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অঙ্গ অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকালে শাফিনের লাইফ সাপোর্ট খুলে ফেলেন চিকিৎসক। শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে বেশ সুনাম অর্জন করেছেন। নীলা তুমি কি চাও না... কিংবা, আজ জন্মদিন তোমার... এর মত বেশকিছু জনপ্রিয় গান এ শিল্পী শ্রোতাদের উপহার দিয়েছেন। শাফিনের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। বাবা মা উভয়ই নিজ অঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ায় ছোট বেলা থেকেই শাফিন গানের ভেতরেই বড় হয়েছেন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড়ভাই হামিন আহমেদ-সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তিতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমুহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। সদ্য প্রয়াত এ সংগীতশিল্পী ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মাইলসের | শাফিন | আহমেদ | আর | নেই