আন্তর্জাতিক

জেলে থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হতে চান ইমরান খান

জেলে থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হতে চান ইমরান খান
বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের জন্য আবেদন করতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যমে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জিতেছেন ইমরান। বর্তমানে কারাগারে বন্দি অবস্থায় আছেন। কারাগার থেকেই তিনি এই আবেদন করবেন বলে জানা যায়। তিনি পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা। দীর্ঘ ২১ বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন লর্ড প্যাটেন। এরপর তিনি পদত্যাগ করেন। এই শূন্য পদের জন্য আগ্রহী ইমরান। এই পদে একজন বিশিষ্ট ব্যক্তি দায়িত্বে থাকেন। যিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করে থাকেন। গত বছর সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ এনে কারাগারে নেওয়া হয় ইমরানকে। যদিও শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এই সাবেক প্রধানমন্ত্রী। ইমরান খান ১৯৭২ সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি ও রাজনীতিতে অধ্যয়ন করেন। এই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন তিনি। পাকিস্তানের হয়ে ১৯৭১ সাল থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন।   এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন জেলে | অক্সফোর্ড | বিশ্ববিদ্যালয়ের | চ্যান্সেলর | হতে | চান | ইমরান | খান