আর্কাইভ থেকে বাংলাদেশ

নড়াইলে ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু

নড়াইলে ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু

নড়াইলে ৭ দিনব্যাপী সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। জেলা প্রশাসন ঘোষিত জেলাব্যাপী সর্বাত্মক এ লকডাউন রোববার (২০ জুন) রাত ১২টা থেকে কার্যকর করা হয়।

এ দিকে জেলায় করোনা সংক্রমণের হার গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে ৩৮ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে।

লকডাউনের ফলে শহরের সব দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জেলার সকল রুটে বাস চলাচল।

জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও ছিল লক্ষণীয়। অধিকাংশ মানুষকে মুখে মাক্স পরে চলাচল করতে দেখা গেছে।

সিভিল সার্জন ডা. নাসিমা আকতার জানান, জেলায় করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থার নানামুখী তৎপরতায় সংক্রমণের ঊর্ধ্বগতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। 

সোমবার (২১ জুন) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংগ্রহকৃত মোট ৯৪টি নমুনা পরীক্ষা ফলাফলে ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৭৭ শতাংশ।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ২ হাজার ৩০৬ জন। আক্রান্ত এক হাজার ৮৬৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারলেও মারা গেছেন ৩৮ জন।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন নড়াইলে | ৭ | দিনের | সর্বাত্মক | লকডাউন | শুরু