পরপর চার ম্যাচের জয় নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এগিয়ে থাকা সিলেট স্ট্রাইকার্সের জন্য এবার দুঃসংবাদ। তরুণ ব্যাটার তৌহিদ হৃদয় এবার ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের ইনিংস উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ২০০ রানের সংগ্রহ এনে দেন তৌহিদ। সে ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
ওই ম্যাচে ফিল্ডিংয়ের সময় বলের আঘাত লেগে বাঁ হাতের তালু ও আঙুল ফেটে যায় তৌহিদের। এতে করে তৌহিদ হৃদয়ের হাতে ৮টি সেলাই দিতে হয়।
শারীরিক এ পরিস্থিতিতে দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন এ ব্যাটসম্যান। তা্ব চট্টগ্রাম পর্বে আর মাঠে নামা হচ্ছে না তার। বিপিএলের চলতি আসরে দারুণ সময় কাটাচ্ছিলেন ২২ বছর বয়সী বগুড়ার তরুণ এ ব্যাটার। টানা তিন ম্যাচে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে সিলেটকে চতুর্থ জয় এনে দেন হৃদয়। আর শেষ তিন ম্যাচে হ্যাটট্রিক অর্ধশতক হাঁকিয়ে সেরা রান সংগ্রাহকের দৌঁড়ে শীর্ষে রয়েছেন তিনি।
কে এই তৌহিদ হৃদয়
তৌহিদ হৃদয় একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি ১৩ অক্টোবর, ২০১৭ সালে ২০১৭–১৮ জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন।
ডিসেম্বর ২০১৭ সালে তাকে ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা দেওয়া হয়েছিল। তিনি ৫ ফেব্রুয়ারি, ২০১৮ সালে ২০১৭-১৮ ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেটে পদার্পণ করেছিলেন।
অক্টোবর ২০১৮ সালে তিনি ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগের খসড়া তালিকা অনুসরণ করে সিলেট সিক্সার্স দলে জায়গা পেয়েছিলেন। তিনি ৬ জানুয়ারী, ২০১৯ সালে ২০১৮-১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সিক্সার্সের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ করেন।
আরও পড়ুন :
আজ মাঠে নামছেন মেসি, খেলবেন না এমবাপ্পে