গেল ফিফা কাতার বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের খবর পৌঁছে যায় আর্জেন্টিনায়। মেসিদের সমর্থনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের গলা ফাটানোর ব্যাপারটি ভালোভাবে নজরে আসে তাদের।
দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের মানুষের ভালোবাসার চিত্র। আর বাংলাদেশিদের ভালোবাসা আর্জেন্টাইনদের হৃদয় এমন ভাবে ছুঁয়ে যায় যে দেশটির রাজধানী বুয়েনস আইরেসেও বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।
দুই দেশের ভৌগোলিকভাবে দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসা কমিয়ে এনেছে সে দূরত্ব। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের সমর্থকদের সময় ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও।
ডিয়াগো ম্যারাডোনা খেলা দেখে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন শুরু হয়। আর বর্তমান সময়ে লিওনেল মেসির জন্য ভালোবাসায় সেই সমর্থনের যেন পূর্ণতা পায়। যেই আইকনিক নাম্বার টেন’কে ঘিরে বাংলাদেশে এত উন্মাদনা, এবার সেই তিনি বাংলাদেশের সমর্থন নিয়ে কথা বলেছেন।
সম্প্রতি ফ্রান্সে আর্জেন্টিনার এক পত্রিকাকে বিশেষ এক সাক্ষাৎকার দেন মেসি। লম্বা সেই সাক্ষাৎকারে বাংলাদেশের কথা তোলেন দুই সাংবাদিক মারিয়ানো দায়ান ও হার্নান ক্লজ। বাংলাদেশ প্রসঙ্গ আসতে মেসি বলেন, ‘হ্যাঁ, দেখেছি (বাংলাদেশের সমর্থন) আমি। সব জায়গায় আমার ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) দেখিয়েছিল আমাকে। পৃথিবীর নানা প্রান্তে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে দেখা, সত্যিই দুর্দান্ত।’