চলতি বছর ফুটবল সংক্রান্ত যেকোনো পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় যে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি থাকবেন, তা অনেকটাই অনুমেয়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের গেল বছরটা কেটেছে স্বপ্নের মতো। আর তাই তো এবার জায়গা করে নিয়েছেন ফিফা বর্ষসেরার সেরা তিনেও।
মেসির সঙ্গে জায়গা করেনিয়েছেন অনুমিতভাবেই বিশ্বকাপে মেসির সঙ্গে তুমুল লড়াই করা কিলিয়ান এমবাপ্পে। তাঁর সঙ্গে আছেন রিয়েল মাদ্রিদের হয়ে খেলা আরেক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। যদিও চোটের কারণে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলতে পারেননি তিনি, কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন তিনি।
এবার আসি গোলরক্ষকের প্রসঙ্গে। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মেসির মতোই এমিলিয়ানো মার্তিনেজ অনিবার্য এক নাম। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মেসির পরেই তার অসামান্য অবদানে এবার ফিফার বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় অনুমিতভাবেই আছেন এমি। তাঁর সঙ্গে লড়াইয়ে আছেন রিয়ালের হয়ে অসাধারণ একটি মৌসুম কাটানো বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া আর বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কোর ইয়াসিন বুনু।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) বর্ষসেরা গোলের জন্য ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে। সেই তালিকায় জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া ব্রাজিলের রিচার্লিসন। গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে তাঁর করা অসাধারণ গোলের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এ ছাড়া পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছেন পোল্যান্ডের মার্সিন ওলেস্কি ও ফ্রান্সের দিমিত্রি পায়েত।
সেরা কোচের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও আর্জেন্টাইনদের অধিপত্য। বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির সঙ্গে এই তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।