আর্কাইভ থেকে জাতীয়

জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য: প্রধানমন্ত্রী

জাতি গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য: প্রধানমন্ত্রী

একটা জাতিকে গড়ার জন্য শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্রীড়াবিদ শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শেখ কামাল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

 প্রধানমন্ত্রী বলেন ,বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ ঘোষণা করেছিলো স্বাধীনতাবিরোধীরা। কিন্তু তারা তা টিকিয়ে রাখতে পারেনি। ১৫ই আগষ্ট না হলে বাংলাদেশ অনেক আগেই আত্মমর্যাদা নিয়ে চলতে পারতো, । 

জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরষ্কার’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প-সংস্কৃতি ও ক্রিড়াঙ্গনে বড় অবদান রেখেছেন শেখ কামাল। বঙ্গবন্ধুর মতো শেখ কামালও বাঙ্গালী জাতির জন্য কাজ করে গেছেন, কিন্তু, কিছু মানুষ ষড়যন্ত্র করে তাদেরকেই হত্যা করছে।

বাবা ও ভাইয়ের মতো সারাজীবন বাঙালী জাতির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই ক্রীড়াবিদ শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে সকালে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানায় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন জাতি | গঠনে | ক্রীড়া | ও | সাংস্কৃতিক | চর্চা | অপরিহার্য | প্রধানমন্ত্রী