আর্কাইভ থেকে আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে কাঁপল রোমানিয়া

এবার ভূমিকম্পে কাঁপল রোমানিয়া
এবার ভূম্পিকম্পে কেঁপেছে ইউরোপের দেশ রোমানিয়ায়। দেশটিতে গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে থেকে জানা গেছে, ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)। স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভূমিকম্পের বিষয়ে বলা হয়েছে, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠে। এসময় লোকজনকে তাড়াহুড়ো করে ভবন থেকে বেরিয়ে যেতে দেখায়। যানবাহনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ নিহত হয়েছে কী না তা জানা যায়নি। রোমানিয়ায় এমন সময়ে ভূমিকম্প হলো যখন ইউরোপের আরেক দেশ তুরস্ক ভূমিকম্পের ভয়াবহতার মধ্যে আছে। গেলো ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্প আঘাত হানার নবম দিনে আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পে দুই দেশে সত্তর লাখের বেশি শিশু আক্রান্ত হয়েছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ’র মুখপাত্র জেমস ইল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের ১০টি প্রদেশে ৪ দশমিক ৬ মিলিয়ন অর্থাৎ ৪৬ লাখের মতো এবং সিরিয়ায় এ সংখ্যা আড়াই মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ শিশু ভূমিকম্পে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে হাজার হাজার শিশু মারা গেছে। এখন থেকে মৃত্যুর সংখ্যাই যে বাড়তে থাকবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | ভূমিকম্পে | কাঁপল | রোমানিয়া