আর্কাইভ থেকে এশিয়া

উত্তর কোরিয়ায় প্রবল বন্যা; ভেসে গেছে ১১শ’ বাড়িঘর

উত্তর কোরিয়ায় প্রবল বন্যা; ভেসে গেছে ১১শ’ বাড়িঘর

উত্তর কোরিয়ায় প্রবল বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে এক হাজার ১শ’র বেশি বাড়িঘর। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির উত্তর ও দক্ষিণ হামগিয়ং প্রদেশসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে প্রবল বন্যার কারণে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ছাদ পর্যন্ত প্লাবিত হয়েছে দুর্গত এলাকাগুলোর ঘরবাড়ি। ভেসে গেছে সেতু ও ডাইকগুলো।

এদিকে, উত্তর কোরিয়ার জল-আবহাওয়া প্রশাসনের ডেপুটি প্রধান রি ইয়ং-ন্যাম জানিয়েছেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর হামগিয়ংয়ে ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন উত্তর | কোরিয়ায় | প্রবল | বন্যা | ভেসে | গেছে | ১১শ | বাড়িঘর