আর্কাইভ থেকে ফুটবল

জাভির কাছে ক্ষমা চাইলেন রাফিনহা

জাভির কাছে ক্ষমা চাইলেন রাফিনহা
বৃহস্পতিবার ইউরোপা লিগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে সমতায় ম্যাচ শেষ করেছে বার্সেলোনা। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রফিনহা। তার গোলেই সমতায় ফিরেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে খেলা শেষ হবার ১০ মিনিট আগে তাকে মাঠ থেকে তুলে ফেরান টরেস নামান জাভি। কোচের এমন সিদ্ধান্তে বিরক্তি প্রকাশ করেছিলেন রাফিনহা। রাগান্বিত হয়ে ডাগআউটে তার সামনের সিটটিতে একটি ঘুষিও মারেন। এমন আচরণের পর ক্ষমা চাইলেন সাবেক লীডস ইউনাইটেড এর হয়ে খেলা এই ব্রাজিলিয়ান।  রাফিনহা বলেন "আমি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছি এবং প্রাকটিসের সময় আবার চাইবো। মাঠ থেকে তোলার পরে আমার প্রতিক্রিয়ার জন্য আমি দুঃখিত বলতে চাই - এটি আর ঘটবে না"। তিনি আরও বলেন, "জাভি বা ক্লাব নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি শুধু মাঠে থাকতে চেয়েছিলাম।" এদিকে রাফিনহার আচরণকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন জাভি নিজেও। তিনি বলেন, "সবাই খেলতে চায়, এটাকে আমি ইতিবাচক বলে মনে করি। রাফিনহা ক্ষমা চেয়েছে তবে আমি মনে করি এর দরকার নাই।"

এ সম্পর্কিত আরও পড়ুন জাভির | কাছে | ক্ষমা | চাইলেন | রাফিনহা