আর্কাইভ থেকে ফুটবল

সেলফি তুলতে না চাওয়ায় পৃথ্বী শ’র উপর হামলার

সেলফি তুলতে না চাওয়ায় পৃথ্বী শ’র উপর হামলার
ভারতীয় ওপেনার পৃথ্বী শ ভক্তদের আবদারে সেলফি তুলতে না চাওয়ায় শিকার হয়েছেন হামলার। ঘটনায় অভিযুক্ত স্বপ্না গিল নামের সেই মেয়ে তাঁর দলবল নিয়ে  পৃথ্বীর গাড়ি ভাঙচুরই করছে তা নয়, ১০ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ক্রিকেটারকে ধাওয়াও করেছেন তাঁরা। এমনকি পৃথ্বীর কাছ থেকে ৫০ হাজার টাকা নাকি দাবিও করেছে স্বপ্নার দলবল। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে মুম্বাইয়ে। ভারতী কিছু গণমাধ্যমের তথ্য মতে, একটি রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার সময় পৃথ্বী শ-কে দেখে ছবি তোলার বায়না করে এগিয়ে আসে কয়েকজন যুবক। এক দফা ছবি তোলার পর ফের তারা বায়না করেন পৃথ্বী শ-এর সঙ্গে ছবি তোলার। তবে তাদের সেই বায়না পূরণ করতে অস্বীকার করেন ভারতীয় ক্রিকেটার। খাওয়া শেষে পৃথ্বী ও তাঁর বন্ধু বাইরে এসে দেখেন বেশ কয়েকজন বেসবল ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন। তাঁরা গাড়িতে উঠলে সেই যুবকরা বেসবল ব্যাট দিয়ে গাড়ির জানালায় আঘাত করেন। অবস্থা বেগতিক দেখে পৃথ্বী আরেকটি গাড়িতে উঠে যান। তাঁর বন্ধু যাদব গাড়ি চালিয়ে চলে যান। পৃথ্বী তার উপর হামলার কারণে পুলিশ কাছে লিখিত অভিযোগ করেছেন। সেখানে উল্লেখ করা হয়, তিনটি মোটরসাইকেল ও একটি সাদা রঙের গাড়িতে করে আট ব্যক্তি যাদবকে অনুসরণ করেন। ভোর চারটার দিকে একটি পেট্রলপাম্পের কাছে মোড় নিতে গেলে যাদবের গাড়িতে আক্রমণ করেন তাঁরা। একজনের ব্যাটের আঘাতে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে যায়। হামলা থেকে বাঁচতে গাড়ি নিয়ে কাছের ওশিয়ারা থানায় ঢুকে যান যাদব। যাদব জানান, ঝামেলা মিটিয়ে ফেলতে ৫০ হাজার রুপি দাবি করেছিলেন আটজনের মধ্যে থাকা এক নারী। নয়তো পুলিশের কাছে মিথ্যা অভিযোগ দায়েরের হুমকি দেন তিনি। এ ঘটনায় স্বপ্না গিল নামের একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন সেলফি | তুলতে | চাওয়ায় | পৃথ্বী | শর | উপর | হামলার