আর্কাইভ থেকে ফুটবল

বার্সেলোনায় না ফিরে কোথায় যাচ্ছেন মেসি!

বার্সেলোনায় না ফিরে কোথায় যাচ্ছেন মেসি!
চলতি মৌসুমে জুনে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। বিশ্বকাপের পর থেকেই শোনা যাচ্ছে ফরাসি ক্লাবটি মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়। তবে চুক্তির অগ্রগতি শূন্যই বলা যায়। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসে আসার পর মেসি বলেছিলেন, তিনি আবার ন্যু-তে ফিরতে চান। কিন্তু মেসির এজেন্ট তাঁর বাবা হোর্হে মেসি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, বার্সা থেকে থেকে মেসির জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাননি। স্পেনের সংবাদ মাধ্যম স্পোর্তকে মেসির বাবা বলেছেন, ‘আমার মনে হয় না, মেসি আবারও বার্সায় ফিরবে। লাপোর্তার (বার্সা সভাপতি) কোনো প্রস্তাব আমরা এখনো পাইনি। কথা বলার তো প্রশ্নই নেই।’   আরও পড়ুনঃ ইনজুরির পর নেইমারের আবেগঘন বার্তা, যা বললেন এমবাপ্পে আর এমন সময় ব্রিটিশ পত্রিকা ডেইলি মিরর বলছে, পিএসজি ছেড়ে মেসির সম্ভাব্য গন্তব্য হতে পারে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটি নাকি মেসির আর্থিক চাহিদার পুরোটাই মেটাবে বলে আশ্বাস দিয়েছে। কিছুদিন আগে মেসির দেওয়া এক সাক্ষাৎকারে এ গুঞ্জন আরও বেড়েছে । সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করার পরিকল্পনা রয়েছে তাঁর।

এ সম্পর্কিত আরও পড়ুন বার্সেলোনায় | ফিরে | কোথায় | যাচ্ছেন | মেসি