নতুন মৌসুম শুরুর আগে সুপার কাপের শিরোপা জিতলো, চেলসি। রোমাঞ্চকর লড়াইয়ে টাইব্রেকারে তারা ৬-৫ ব্যবধানে হারিয়েছে, ভিয়ারিয়ালকে।
বেলফাস্টের উইন্ডসর পার্কে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে, চেলসি। ২৭ মিনিটে মরক্কোর মিডফিল্ডার হাকিম জিয়াশের গোলে এগিয়ে যায়, অল-ব্লুজরা। গোল পরিশোধে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলতে থাকে, ভিয়ারিয়াল। ৭৩ মিনিটে মরেনোর গোলে সমতায় ফেরে তারা। বাকি সময় আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এবারো গোল না হওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ব্যবধান গড়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে, চেলসি।
প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হয় সুপার কাপের ফাইনাল।