আর্কাইভ থেকে দেশজুড়ে

সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েছে ৩৭ সেন্টিমিটার, বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েছে ৩৭ সেন্টিমিটার, বন্যার আশঙ্কা

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অন্তত ২৫ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে ৩৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কাজিপুর পয়েন্টে পানি বেড়েছে ১৬ সেন্টিমিটার। 

জানা গেছে, বুধবার (১৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কাজিপুর মেঘাইঘাট পয়েন্টেও অস্বাভাবিক হারে বাড়ছে নদীর পানি।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। নির্দেশনা পেলেই ত্রাণ তৎপরতা শুরু করা হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন সিরাজগঞ্জে | যমুনার | পানি | বেড়েছে | ৩৭ | সেন্টিমিটার | বন্যার | আশঙ্কা