ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সরকার তাদের নিজের জনগণকে বেশি ভয় পায়। এই কারণেই সরকার বিপুল অর্থ ও সময় ব্যয় করে ইরানের মানুষকে চুপ করাতে এবং তাদের স্বপ্নগুলোকে চূর্ণ করতে বাধ্য করছে। সম্প্রতি ইরানি জনগণের প্রতি সরাসরি বার্তায় এমনটাই জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভিডিও বার্তায় ইরানে নারী অধিকার আন্দোলনের বিষয়টি উল্লেখ করে নেতানিয়াহু ইরানি জনগণকে বলেন, ‘আপনাদের স্বপ্নকে মরে যেতে দেবেন না। আমি শুনেছি আপনাদের কণ্ঠ: ‘নারী, জীবন, স্বাধীনতা’, যা ইরানের নারী অধিকারের আন্দোলনের প্রতীক’। নেতানিয়াহু ইরানের নাগরিকদের অনুপ্রাণিত করে জানান, ‘আশা হারাবেন না। ইসরাইল ও মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে’।
নেতানিয়াহু তার বার্তায় ১ অক্টোবর ইসরাইলে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, প্রায় ২.৩ বিলিয়ন ডলার খরচ করেও ইসরাইলে আঘাতের প্রভাব ছিল সামান্য। এর পাল্টা জবাব হিসেবে ইসরাইল ২৬ অক্টোবর ইরানে আঘাত হানে।
ইরানিদের উদ্দেশ্যে এই বার্তায় নেতানিয়াহু আবারো জোর দিয়ে বলেন, ইরানের জীবন আরও উন্নত হতে পারতো যদি দেশটি সত্যিকার অর্থে স্বাধীন হতো।
তিনি বলেন, ‘যুদ্ধের পরিবর্তে এই অর্থ শিক্ষা, সড়ক, পানি ও হাসপাতালের উন্নয়নে ব্যবহার হতে পারতো। কিন্তু খামেনির সরকার প্রতিদিন ইসরাইলকে ধ্বংসের জন্য কাজ করছে, ইরানকে গড়ার জন্য নয়’।
নেতানিয়াহু আরো বলেন, ‘আমি জানি, আপনারা এই যুদ্ধ চান না। আমিও এই যুদ্ধ চাই না। ইসরাইলের জনগণও যুদ্ধ চায় না’।
জেডএস/