আর্কাইভ থেকে দেশজুড়ে

যমুনার পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি

যমুনার পানি বৃদ্ধি, বন্যা পরিস্থিতির অবনতি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাটে পানি উঠে পড়েছে, তলিয়ে গেছে বিস্তীর্ন ফসলি জমির মাঠ। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, উজানের ঢলের পানিতে কুড়িগ্রামে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, সকালে ধরলা নদীর পানি কিছুটা কমলেও সেতু পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীর ও নিম্নাঞ্চলের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও পুংলী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে  টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। তলিয়ে যাচ্ছে, একের পর এক নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়ছে হাজারো মানুষ। গবাদি পশু নিয়ে কষ্টে দিন পার করছে তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন যমুনার | পানি | বৃদ্ধি | বন্যা | পরিস্থিতির | অবনতি