কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের স্কুলেরহাট বাজারের পাশে নিমাইয়েরপাট কালিমন্দির সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানান, নাগেশ্বরী থানার এস আই মনোয়ার হোসেন, এস.আই আব্দুর রউফ, এস.আই শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত টহলে বের হন। বৃহস্পতিবার ভোরে স্কুলেরহাট বাজার পাশে নিমাইয়েরপাট কালিমন্দির সংলগ্ন এলাকায় নীল রংয়ের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৭-৮৬৭১) আসতে দেখে সন্দেহ হলে তারা সেটিকে থামিয়ে তল্লাসী করে পিকআপের কেবিনের পিছনের সীটের নিচে থাকা ২ পোটলায় ২০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় আটক করা হয় পিকআপ চালক নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিগ্রামের সাইফুল ইসলামের ছেলে আঙ্গুর ইসলাম (২২) ও নাগেশ্বরীর নেওয়াশী গোবর্দ্ধনকুটি মোল্লাপাড়া গ্রামের শাজাহান আলী তালুকদারের ছেলে শহিদুল ইসলাম তালুকদার শাহীন (৪৫) কে। সেখান থেকে পিকআপসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুনিয়া