কুড়িগ্রামে মুজিববর্ষ ডিজিটাল ম্যারাথন ও রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান স্বাস্থ্য সচেতনতায় মুজিববর্ষ ডিজিটাল ম্যারাথনের জন্য এখন পর্যন্ত কুড়িগ্রামে ২৮৮জন রেজিস্ট্রেশন করেছেন বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, কুড়িগ্রামে আগামী ৭মার্চের মধ্যে ১০ হাজার ব্যক্তিকে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি বর্ণাঢ্য ম্যারাথন আয়োজনের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগ সচেতনতামূলক কাজ করছে। এই কাজে এ্যাপসের মাধ্যমে ব্যক্তিগতভাবে সকলকে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়।
শেখ সোহান