নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে আধিপত্য বিস্তার ও একটি কোম্পানির বালু ভরাটকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে সমর আলী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে আহত করে। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। এঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকে আলাউদ্দিন ও সাদেক গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনারগাঁও থানা পরিদর্শক ওসি (তদন্ত) তবিদুর রহমান।
তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শেখ সোহান