আর্কাইভ থেকে জাতীয়

স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল কুচক্রি মহল: প্রধানমন্ত্রী

স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল কুচক্রি মহল: প্রধানমন্ত্রী

স্বাধীনতার ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিল কুচক্রি মহল। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা 

বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত বঙ্গবন্ধুর অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে অনেকবার৷ কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না।

এসময় প্রধানমন্ত্রী বিদেশী ভাষার পাশাপাশি মাতৃভাষা শেখার প্রতি গুরুত্ব দেয়ার তাগিদ দিয়েছেন।

ভাষা সংরক্ষণ ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রথমবারের মতো চালু করলো আন্তর্জাতিক মাতৃভাষা পদক। প্রতি দুই বছর অন্তর জাতীয় ও আন্তর্জাতিক 

ক্যাটাগরিতে এই পদক দেয়া হবে।

এ বছর জাতীয় পর্যায়ে অধ্যাপক রফিকুল ইসলাম, মথুরা বিকাশ ত্রিপুরাসহ দেশী বিদেশী চার ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকে প্রথমবারের মত আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেয়া হয়।

আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তানের ইজমাইলং গ্যালং এবং একটি প্রতিষ্ঠানকে এই পদকে ভূষিত করা হলো।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাধীনতার | ইতিহাস | বঙ্গবন্ধুর | নাম | মুছে | ফেলতে | চেয়েছিল | কুচক্রি | মহল | প্রধানমন্ত্রী