আর্কাইভ থেকে দেশজুড়ে

বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

বাসচাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

সিরাজগঞ্জের কামারখন্দে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। 

বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের আবদুল্লাহ আল মুকিম (৩০) ও পাবনা সদর উপজেলার মেহেদী হাসান গালিব (২৮)।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মোটরসাইকেলে করে মুকিম ও গালিব ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সীমান্তবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাসের সামনে পড়ে যান। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল্লাহ আল মুকিম। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান মেহেদী হাসান গালিব।

তিনি আরও জানান, বাসটিকে জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে যান। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বাসচাপায় | প্রাণ | গেলো | দুই | মোটরসাইকেল | আরোহীর