আর্কাইভ থেকে ফুটবল

পাকিস্তান ফুটবল লিগের শুভেচ্ছাদূত হলেন মাইকেল ওয়েন

পাকিস্তান ফুটবল লিগের শুভেচ্ছাদূত হলেন মাইকেল ওয়েন

পাকিস্তান ফুটবল লিগের (পিএফএল) শুভেচ্ছাদূত হলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার মাইকেল ওয়েন। এ নিয়ে ইতোমধ্যে তিন বছরের জন্য লিগ কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্লোবাল সকার ভেঞ্চার (জিএসভি) বিষয়টি নিশ্চিত করেছে।  

ফুটবল খেলাকে পাকিস্তানে জনপ্রিয় ও বিস্তার ঘটাতে কাজ করবেন ওয়েন। আগামী মাসে ইংল্যান্ডে বসে পাকিস্তান ফুটবল লিগের লোগো উন্মোচন করবেন তিনি। পরে পাকিস্তানে সফরে ফুটবল বিষয়ক একাধিক 'মাস্টার ক্লাস' নেবেন সাবেক ইংলিশ তারকা।  

স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি'অর জেতেন ওয়েন। বর্ণাঢ্য ক্যারিয়ারে মাঠ মাতান ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও নিউক্যাসেলের হয়ে। 

জিএসভির প্রধান নির্বাহী জাবে খান জানান, পিএফএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নতুন লিগ। এর মাধ্যমে পাকিস্তানে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করবেন ওয়েন। তাদের বিদেশের মাটিতে প্রশিক্ষণের ব্যবস্থাও করবেন তিনি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | ফুটবল | লিগের | শুভেচ্ছাদূত | মাইকেল | ওয়েন