নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলায় প্রধান আসামী দেলোয়ার হোসেনসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদিন মামলাটির রায় দেন।
এর আগে, গেল ১৭ ফেব্রুয়ারি আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। পরে ১৮ আগস্ট আসামীদের উপস্থিতিতে বাদির স্বাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ লাবলু।
তিনি জানান, আলোচিত গৃহবধূ ধর্ষণ মামলাটিতে বিজ্ঞ আদালতে স্বাক্ষি উপস্থাপন, জেরা ও জবানবন্দি সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। তাই মামলার রায়ে সন্তুষ্ট তারা।
গৃহবধূ ধর্ষণের ঘটনায় গত ২০২০ সালের ৬ অক্টোবর নির্যাতিতা ওই নারী বাদি হয়ে দেলোয়ার হোসেন ও আবু কালমকে আসামী করে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।