আর্কাইভ থেকে জাতীয়

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে উন্নত দেশের স্বপ্ন হোচট খাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে উন্নত দেশের স্বপ্ন হোচট খাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের চাহিদা, সাপ্লাই ও ক্ষতি হ্রাস করতে পারলেই মাদক নিয়ন্ত্রণে আসবে। অন্যথায় ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন হোচট খাবে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার ( ৭ অক্টোবর) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক মানের মাদকাশক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরার্মশ কেন্দ্র ওয়েসিস এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি সমাজের ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে মাদকের ভয়াবতা সম্পর্কে সবাইকে সচেতন করেন। সেই সাথে মাদক নির্মূলে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক মানের মাদকাশক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরার্মশ কেন্দ্র ওয়েসিস নির্মাণ করায় পুলিশকে ধন্যবাদ জানান মন্ত্রী।

বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক ও পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল সবুর মন্ডলসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন মাদকের | বিরুদ্ধে | ঐক্যবদ্ধ | হলে | উন্নত | দেশের | স্বপ্ন | হোচট | খাবে | | স্বরাষ্ট্রমন্ত্রী