আর্কাইভ থেকে ক্রিকেট

ইংল্যন্ড সিরিজ থেকে ড্রেসিংরুমের সম্পর্কের পরিবর্তন চাই: পাপন

ইংল্যন্ড সিরিজ থেকে ড্রেসিংরুমের সম্পর্কের পরিবর্তন চাই: পাপন
প্রায় একই সময়ে জাতীয় দলে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এরপর থেকেই দুজন ভালো বন্ধুও। কিন্তু কিছুদিন থেকেই গুঞ্জন দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরেছে। প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলেন না। এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন, সাকিব-তামিমের সম্পর্কে ফাটল ধরেছে অনেক আগে। সমাধানের চেষ্টাও করেছেন বিসিবি সভাপতি। কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে পাপন জানান, ‘দুই তারকার সমস্যা সমাধানের চেষ্টা করিনি তা নয়। দুই জনের সঙ্গে কথা বলার পর মনে হয়েছে এটা এখন সম্ভব নয়। দুজনকেই পরিষ্কার ভাবে বলে দেয়া হয়েছে, এসবের প্রভাব যেন মাঠের খেলায় না পড়ে। ব্যাপারটি দুজনে নিশ্চিত করেছেন দিয়েছে। তিনি আরও বলেন, ‘তাদের (তামিম ও সাকিব) মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হবে। ড্রেসিংরুমের পরিবেশ আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। আসন্ন সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে) থেকে আমি অন্তত ড্রেসিংরুমে তাদের সম্পর্ক পরিবর্তন করতে চাই। তারা বাইরে কিছু করলে তা আমার জন্য চিন্তার ব্যাপার নয়।’  

এ সম্পর্কিত আরও পড়ুন ইংল্যন্ড | সিরিজ | ড্রেসিংরুমের | সম্পর্কের | পরিবর্তন | চাই | পাপন