আর্কাইভ থেকে ফুটবল

উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের আরো কাছে ব্রাজিল

উরুগুয়েকে হারিয়ে কাতার বিশ্বকাপের আরো কাছে ব্রাজিল

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাই পর্বের এখনও ৬ ম্যাচ বাকি। তবে ৬ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূল পর্বে স্থান নিশ্চিত করলো ব্রাজিল।

এর আগে প্রথম দল হিসেবে ২০২২ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল জার্মানি। এরপর দ্বিতীয় দল হিসেবে ২০২২ বিশ্বকাপের টিকিট পেল সেলেসাওরা।
 
এদিকে উড়ন্ত ব্রাজিলকে একমাত্র দল হিসেবে শেষ ম্যাচে রুখেছিল কলম্বিয়া। তবে পারেনি উরুগুয়ে। ম্যাচের শুরুতেই ব্রাজিলকে লিড এনে দেন দলের মহাতারকা নেইমার।

আট মিনিটের ব্যবধানে উরুগুয়ের সামনে কঠিন পরীক্ষা। ততক্ষণে স্কোরশিটে নাম তোলেন লিডস উইঙ্গার রাফিনহা।

দ্বিতীয়ার্ধে উরুগুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন নেইমার। না গোল করে নয় বরং রাফিনহোকে দিয়ে গোল করিয়ে। ব্যবধানটা তখন ৩-০।

ম্যাচ শেষের ১৩ মিনিট আগে এক গোল শোধ দেন লুইস সুয়ারেজ। সব পর্যন্ত ৪-১ স্কোর নিয়ে শেষ হয় খেলা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন উরুগুয়েকে | হারিয়ে | কাতার | বিশ্বকাপের | আরো | কাছে | ব্রাজিল