বাংলাদেশ ক্রিকেটে প্রায় একই সময় পা রেখেছিলেন টাইগারদের অন্যতম সেরা দুই সুপার স্টার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্তু ক্রিকেট পাড়ায় গেল কিছুদিন থেকেই তোলপাড় সাকিব তামিমের সম্পর্ক নিয়ে। দুই বন্ধুর সম্পর্কে চির ধরেছে এমন সংবাদে ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা। ম্যাচে আগে অনুশীলনেও দুইজনের সম্পর্কের দূরত্বের ছাপ ছিল স্পষ্ট।
অথচ খেলার মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। ব্যক্তিগত সম্পর্কের ছাপ যে খেলার মাঠে পরে না তা প্রমাণ করলেন দুই বন্ধু। ইংলিশদের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ২০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নামা জেসন রয়দের বিপক্ষে প্রথম ওভারে বল করতে সাকিবকে অমন্ত্রণ জানান তামিম। কারণ টাইগারদের ওয়ানডে অধিনায়ক ভালো করেই জানেন স্বল্প পূজিতে এক মাত্র ভরসার নাম বন্ধু সাকিব।
প্রথম ওভারে বল করতে এসে ওভারের পঞ্চম বলে বল শূন্যে তোলেন জেসন রয়। সেই বল তালুবন্ধি করেন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে শুরু হয় দুই বন্ধুর উদযাপন। প্রথমে শান্তর সাথে হাত মেলান তামিম, এরপর দৌড়ে গিয়ে রিয়াদ তারপর বন্ধু সাকিবের দিকে হাত বাড়ান। সাকিবও হাত বাড়িয়ে বন্ধুর সাথে উইকেট সংগ্রহের উদযাপন করেন।
এই দৃশ্য দেখার জন্যই যেন অপেক্ষা করছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দলের সাথে ব্যক্তিগত কোন সম্পর্ক প্রভাব পড়বে না দুজই এমন কথা দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে। মাঠে তারই প্রমাণ পাওয়া গেল। দলের প্রয়োজনে এক হলেন বাংলাদেশ ক্রিকেটের দুই মহা তারকা।
আশা দেখিয়েও ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। ডেভিড মালানের প্রশ্নের উত্তর দিতে পারেনি টাইগারদের কোন বোলার। ইংলিশ এই ব্যাটারের সেঞ্চুরিতে ৩ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড।