আর্কাইভ থেকে বাংলাদেশ

ইনিংসের গোড়াপত্তনে আবারও ব্যর্থ লিটন-সৌম্য

ইনিংসের গোড়াপত্তনে আবারও ব্যর্থ লিটন-সৌম্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থতার পরিচয় দিলেন লিটন দাস ও সৌম্য সরকার। দলীয় ৮ রানে জস ডেভির বলে মুন্সীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। সৌম্যর বিদায়ের ১০ রান পরই দ্বিতীয় উইকেট হিসেবে মাঠ ছাড়েন লিটন। ব্র্যাডলি হোয়াইলের বলে দলীয় ১৮ রানে মুন্সীর দ্বিতীয় ক্যাচে পরিণত হন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২২ রান। সাকিব আল হাসান ৮ রানে ও মুশফিকুর রহিম ৩ রানে অপরাজিত আছেন। 

রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হয়। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ৩ ওভারে স্কটিশরা ১ উইকেট হারিয়ে মাত্র ৫ রান তুলতে পারে। দ্বিতীয় উইকেটে জর্জ মুন্সী ও ম্যাথু ক্রস ৪০ রানের জুটি গড়েন। পরে মেহেদি দলীয় ৮ম ওভারের ২ ও ৫ নম্বর বলে আগে ক্রস এবং পরে মুন্সীকে বিদায় করেন।
 
এরপর সাকিব দলীয় ১১তম ওভারের ২ ও ৪ নম্বর বলে রিচি বেরিংটন এবং মিচেল লিস্ককে প্যাভিলিয়নের ফেরত পাঠান। এর সঙ্গে সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষস্থানে ওঠে আসেন। 

এরপর দলীয় ৫৩ রানে মেহেদি ম্যাচে নিজস্ব তৃতীয় ও দলের ৬ষ্ঠ উইকেট হিসেবে কলাম ম্যাকলওয়েডকে বোল্ড করেন। সপ্তম উইকেটে ক্রিস গ্রিভস-মার্ক ওয়াটকে সঙ্গে করে ৫১ রানের জুটি গড়েন। দলীয় ১০৪ রানে ৭ম উইকেট হিসেবে ওয়াটকে সৌম্যর ক্যাচ বানিয়ে ম্যাচে প্রথম উইকেট তুলে নেন তাসকিন। 

স্কটল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ সংগ্রাহক গ্রিভসকে দলীয় ১৩১ রানে সাকিবের ক্যাচ বানিয়ে এবারের বিশ্বকাপে নিজের প্রথম শিকার তুলে নেন। এর আগে অবশ্য গ্রিভস ২৮ বলে ২ ছয় ও ৪ চারের সাহায্যে ৪৫ রানে দুর্দান্ত ইনিংস খেলেন। একই ওভারের তৃতীয় বলে ডেভিকে বোল্ড করে ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ফিজ। 

বাংলাদেশের পক্ষে স্পিনার মেহেদি ৩টি, সাকিব ও মুস্তাফিজ ২টি এবং সাইফউদ্দিন ও তাসকিন ১টি করে উইকেট লাভ করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ইনিংসের | গোড়াপত্তনে | আবারও | ব্যর্থ | লিটনসৌম্য