আর্কাইভ থেকে ক্রিকেট

লিটনের অর্ধশতক, বাংলাদেশের শতক

লিটনের অর্ধশতক, বাংলাদেশের শতক
হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিরিজের শেষ ম্যাচে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪১ বল খরচ করে অর্ধশতকের দেখা পেলেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। সেই সঙ্গে ১২.২ ওভারে বাংলাদেশের রান সংখ্যা দাঁড়িয়েছে ১০০। এর আগে, আজ মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচণা করেছিল টাইগার দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে অর্ধশতক করার পর দলীয় ৫৫ রানের মাথায় আদিল রশিদের হাতে ভেঙ্গে যায় সেই জুটি। ব্যক্তিগত ২৪ রানের মাথায় রনি তালুকদার আউট হয়ে ফিরে যান সাজঘরে। রিভার্স সুইপ করতে গিয়ে ফিরতি ক্যাচ চলে যায় বোলার আদিল রশিদের কাছে। সেই বল তালুবন্ধি করতে ভুল করেননি তিনি।  

এ সম্পর্কিত আরও পড়ুন লিটনের | অর্ধশতক | বাংলাদেশের | শতক