আর্কাইভ থেকে অপরাধ

কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভের এমডিসহ আটক ১০

কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভের এমডিসহ আটক ১০

একশ কোটি টাকার লেনদেন করারও পরও কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের একাউন্টে রয়েছে মাত্র ৮০ লাখ টাকা। প্রতি লাখে ৩ হাজার টাকা লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ হাজার গ্রাহককে প্রতারিত করেছে প্রতিষ্ঠানটি। 

এমন অভিযোগ পেয়ে রাজধানীর পল্লবী থেকে পরিচালকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যা ব। তবে প্রতিষ্ঠানটির মূল কর্ণধার এখনও পলাতক। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যা ব-৪ এর পরিচালক মোজাম্মেল হক জানিয়েছেন, প্রতি এক লাখ টাকা বিনিয়োগ করলে মাসে তিন হাজার টাকা লাভ দেয়ার প্রলোভন দেখায় প্রতারকরা। এভাবে প্রথম কয়েক মাস গ্রাহকদের লাভ পরিশোধ করে। চার-পাঁচ মাস পর থেকে আবার বন্ধ করে দেয়। গ্রাহকদের এমন বেশ কিছু অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে পরিচালকসহ দশজনকে গ্রেফতার করে র্যাঅব। র্যাকব জেনেছে প্রতিষ্ঠানটির নিবন্ধিত সদস্য সংখ্যা ৫১৮। 
গ্রেফতার অন্যরা হলেন—মো. চাঁন মিয়া (৩৮), এ কে আজাদ (৩৫), মো. রেজাউল (২২), মো. তাজুল ইসলাম (৩১), মো. শাহাবুদ্দিন খাঁন (২৮), আব্দুস ছাত্তার (৩৭), মো. মাসুম বিল্লা (২৯), মো. টিটু মিয়া (২৮) ও মো. আতিকুর রহমান (২৮)।

কিন্ত প্রকৃতপক্ষে তারা ৩০ হাজার মানুষকে প্রতারিত করেছে। প্রতারণা প্রতিষ্ঠানটির  সভাপতির নাম জসীম উদ্দিন। প্রতারণার টাকা দিয়ে সে ৮টি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ একাধিক মামলা প্রক্রিয়া চলছে। তাকে গ্রেফতারের চেস্টা করছে র্যাব।  

এ সম্পর্কিত আরও পড়ুন কর্ণফুলী | মাল্টিপারপাস | কোঅপারেটিভের | এমডিসহ | আটক | ১০